কলারোয়ায় অসহায়দের মাঝে প্রিমিয়ার ছাত্র সংঘের সেমাই চিনি বিতরণ

কামরুল হাসান,কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় অরাজনৈতিক ছাত্র সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে পৌরসভার ৯নং ওয়ার্ড মির্জাপুরের পানিবন্দী ও গরিব অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সেমাই চিনি বিতরণ করা হয়েছে।

শনিবার ও রবিবার সকালে মির্জাপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে মালেশিয়া প্রবাসী প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভির সহযোগিতায় মির্জাপুর গ্রামের ৭০ টি পরিবারের মাঝে ওই সেমাই চিনি বিতরণ করা হয়।

এ সময উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ডা. আমানুল্লাহ আমান, প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক তাইমুর আরেফিন তন্ময়, প্রিমিয়ার ছাত্র সংঘের আমানুল্লাহ, জাহিদ রানা, বিপ্লব, রানা, ইমরানসহ নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই