কলম্বো পৌঁছালেন মাশরাফি-সাকিবরা
শ্রীলঙ্কা সফরে আর মাত্র তিনটি ম্যাচ বাকী। একটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি। সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। ১ এপ্রিল তৃতীয় ওয়ানডের ভেন্যু কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠ। ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টুয়েন্টি ম্যাচের ভেন্যু একই শহরের প্রেমাদাসা স্টেডিয়াম। ফলে এই ম্যাচ তিনটি খেলতে বুধবারই ডাম্বুলা ছেড়ে কলম্বোয় পৌঁছাল বাংলাদেশ দল। মাশরাফি বাহিনী এ দিন সকাল সাড়ে দশটায় ডাম্বুলা থেকে রওনায় হয়। সোয়া দুইটায় তারা কলম্বোয় পৌঁছে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে রয়েছে। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে ৯০ রানে জয় পায় বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৩১১ রান করার পর বাংলাদেশ আর ব্যাটিংয়েই নামতে পারেনি। শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। এ ম্যাচ জিতলেই শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারাবে টাইগাররা। সেটিও আবার শ্রীলঙ্কার মাটিতেই।
বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করেছিল। নিজেদের শততম টেস্টে টাইগারদের ঐতিহাসিক জয়টি এসেছিল কলম্বো শহরেই, পি. সারা ওভাল মাঠে।
মন্তব্য চালু নেই