কলকাতা ভারসাম্যপূর্ণ দল : সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিযোগিতার অষ্টম আসরে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান। আগামী ৮ এপ্রিল উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে কলকাতা। শাহরুখ খানের দলের প্রশংসা করে সাকিব বলেছেন, ‘কলকাতা খুবই ভারস্যামপূর্ণ টিম। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দারুণ সব ক্রিকেটার রয়েছে এই দলে।’
পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য প্রতিযোগিতার শুরুতে ২টি ম্যাচ খেলে দেশে ফিরবেন সাকিব। ৮ ও ১১ এপ্রিলের দুটি ম্যাচে মাঠে নামবেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। সফরে বাংলাদেশের সঙ্গে ৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও একটি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। ১৭ এপ্রিল শুরু হয়ে দ্বি-পক্ষীয় এই সিরিজ শেষ হবে ১০ মে।
২টি ম্যাচ খেলে বাকি ম্যাচগুলোতে না থাকলেও দলের কোনো সমস্যা হবে না বলে মনে করছেন সাকিব। তিনি বলেছেন, ‘আমি মনে করি না, আমার অনুপস্থিতিতে কোনো সমস্যায় পড়বে দল। কারণ আমাদের দল খুবই শক্তিশালী। দলটি খুবই ভারসাম্যপূর্ণ। শুরুতে ২ ম্যাচ খেললেও, আশা করছি শেষ দিকে আরও ২টি ম্যাচ খেলতে পারব। গত মৌসুমের মতো এবারও পারফর্ম করার চেষ্টা করব আমি।’
মন্তব্য চালু নেই