কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী ট্রেনে পেট্রলবোমা হামলা

কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বোমা হামলা চালিযেছে দূর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে কেউ হতাহত হয়নি।

রোববার দুপুর ২টা ৫০ মিনিটে পাবনার ঈশ্বরদী রেলওয়ে লোকোসেড ইয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হুমায়ুন কবির ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ২টা ৫০ মিনিটে কোলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ষ্টেশন থেকে লোকোসেড ইয়ার্ডের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেনটি লক্ষ্য করে ২টি পেট্রলবোমা নিক্ষেপ করে।

ঈশ্বরদী দমকল বাহিনীর সহকারী পরিচালক ইউনুস আলী জানান, পেট্রলবোমাটি ইঞ্জিনের উপর পড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি লোকোসেড থেকে ষ্টেশনে ফিরিয়ে আনা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা শেষে ইঞ্জিন চ্যাঞ্জ করে ট্রেনটি ঢাকায় পাঠানো হবে।
বিকেল তিনটা ৫০ মিনিট পর্যন্ত ট্রেনটি সেখানে অবস্থান করছিলো।



মন্তব্য চালু নেই