কলকাতায় মুক্তি পেল আশিকী
বাংলাদেশি মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’ আজ মুক্তি পাচ্ছে কলকাতায়। ৯৪টি প্রেক্ষাগৃহে ছবিটি চলবে বলে জানা গেছে। কদিন পর মুক্তি পাবে বাংলাদেশেও। সেই উদ্বেগে যেন ঘুম চুরি হয়ে গেছে ফারিয়ার।
দেশে ছবিটি মুক্তি দেয়া হবে কোরবানি ঈদ উপলক্ষ্যে। বুধবার সন্ধ্যায় এখানে ছাড়পত্র পেয়েছে ‘আশিকী’।
কলকাতায় আগে মুক্তি পাওয়ার বিষয়ে ফারিয়া বলেন, আমি বাংলাদেশি, ছবিটি প্রথম বাংলাদেশে মুক্তি পেলে সবচেয়ে বেশি খুশি হতাম। ছবিটি নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহটাই সবচেয়ে বেশি দেখেছি আমি। কলকাতায় এটি পূজা সামনে রেখে মুক্তি পাচ্ছে। আবার আমাদের এখানে আশিকী ঈদের ছবি হিসেবে মুক্তি পাবে।
অশোক পতি ও আব্দুল আজিজ পরিচালিত এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে।
মন্তব্য চালু নেই