কলকাতার সোহমের সাথে আবারও ঢাকার মিমের রোমান্স
ঢাকার মিম ও কলকাতার সোহম প্রথম জুটি বেঁধেছিলেন ‘ব্ল্যাক’ শিরোনামের একটি ছবিতে। এবার এই নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
নাম চুড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক পথিকৃৎ। ছবিটি পরিচালনা করবেন। ছবিটিতে সুইটি চরিত্রে অভিনয় করবেন মিম আর সোহম করবেন হরিপদ চরিত্রে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন, বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া ও কলকাতার রবি কিনাগি। আগামী ১ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে।
মিম জানিয়েছেন, কয়েক দিন আগে কলকাতায় গিয়ে ছবিটিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়ে এসেছেন। সোহমের সঙ্গে ফটোসেশনও করে এসেছেন।
তিনি বলেন, ‘ব্ল্যাক ছবিতে কাজ করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে। তাই নতুন কাজটি ভালো হবে বলেই আমার বিশ্বাস। কারণ, নতুন জুটি হিসেবে প্রথম ছবিতে কাজ করতে গিয়ে অভিনয়ের অল্পবিস্তর যে ঘাটতি ছিল, পরের ছবিতে তা কাটিয়ে ওঠা যাবে। কাজের বোঝাপড়াটা আরও ভালো হবে।’
এ ব্যাপারে সোহম জানিয়েছেন, ‘দুজনের বোঝাপড়ার জায়গা থেকে এবারের কাজটি আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে আমি মনে করি।’
মিম জানিয়েছেন, আগামী ১ মার্চ থেকে ছবিটির শুটিংয়ের জন্য শিডিউল নেওয়া হয়েছে। ছবিটির কলকাতার প্রযোজক রবি কিনাগি।
মন্তব্য চালু নেই