কলকাতার ‘ব্ল্যাক’ নিয়ে ঢাকায় সোহম
কলকাতায় সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক’ ছবিটি ৪ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন কলকাতার নায়ক সোহম। তাই ছবির প্রচারণায় অংশ নিতে বুধবার ঢাকায় আসছেন তিনি।
কামাল কিবরিয়া ও রাজা চন্দ পরিচালনায় নির্মিত ছবিটির বাংলাদেশ অংশের প্রচারণায় অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় আসছেন কলকাতার নায়ক সোহম। এই ঝটিকা সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।
চুক্তিভঙ্গ করে গত ২৭ নভেম্বর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ব্ল্যাক’ ছবিটি।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ ছবিটি চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ও ভারতে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর জটিলতার কারণে বাংলাদেশে ছবিটির মুক্তি আটকে যায়। শেষ পর্যন্ত ছাড়পত্র মিললেও, তার আগেই কলকাতার প্রযোজক চুক্তি ভঙ্গ করে সেখানে ছবিটি মুক্তি দিয়ে দেয়।
ফলশ্রুতিতে চুক্তি ভঙ্গের অভিযোগে কলকাতার উচ্চ আদালতে মামলাও করেন ছবির বাংলাদেশি প্রযোজক ও পরিচালক কামাল কিবরিয়া লিপু।
চলচ্চিত্রটিতে কলকাতার নায়ক সোহমের বিপরীতে এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।
মন্তব্য চালু নেই