কলকাতার এই বৃদ্ধ ট্যাক্সিচালক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! জেনে নিন কেন?

যে বৃদ্ধ ট্যাক্সিচালককে ছবিতে দেখা যাচ্ছে, তাঁর নাম কত্যার সিংহ। আদি বাড়ি পঞ্জাবে হলেও, এই শহরে দীর্ঘ দিন ধরে ট্যাক্সি চালাচ্ছেন। কিন্তু কেন তিনি ভাইরাল?

সম্প্রতি রাজেশ ঘোষ নামে এক যুবক তাঁর ফেসবুকে একটি পোস্ট করেছেন। ঘটনাটি কী?

রাজেশের বক্তব্য, তিনি মৌলালিতে ট্যাক্সি থেকে নেমেছিলেন। টাকাপয়সা মেটানোর পরে ট্যাক্সি চলে যায়। তার বেশ কিছুক্ষণ পরে রাজেশ খেয়াল করেন, তাঁর মোবাইলটি খোওয়া গিয়েছে। কিন্তু কোথায় ফেলেছেন, তা মনে করতে পারছিলেন না।

কিন্তু রাজেশ ধাক্কা খেলেন ঠিক একঘণ্টা পরে। এই বৃদ্ধ ট্যাক্সিচালক ভবানীপুরে গিয়ে খেয়াল করেন তাঁর ট্যাক্সিতে একটি মোবাইল। গাড়ি ঘুরিয়ে তিনি ফের ভবানীপুর থেকে চলে আসেন মৌলালিতে। রাজেশ কোথায় নেমেছিলেন, সেটা নজর করেছিলেন বৃদ্ধ। একটু খুঁজতেই বিভ্রান্ত রাজেশকে পেয়ে যান। তার পরে রাজেশের মোবাইলটি ফিরিয়ে দেন।

কী ভাবছেন? এখানেই শেষ?
রাজেশ কত্যার সিংহকে টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু বৃদ্ধ জবাব দেন, ‘‘হম সর্দার লোগ মেহনত সে পয়সা কামাতে হ্যায়।’’ এর পরে রাজেশ আর কিছু বলতে পারেননি। তবে কত্যারের সঙ্গে একটি সেলফি তুলে পুরো ঘটনাটা দিয়ে দেন ফেসবুকে।

কলকাতার কত্যার আপাতত সোশ্যাল মিডিয়ার নায়ক!



মন্তব্য চালু নেই