কলকাতামুখী বাংলাদেশী নায়িকারা

কলকাতার চলচ্চিত্রে বাংলাদেশের অভিনেত্রীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এক সময় চলচ্চিত্র নায়িকা চম্পা, রোজিনা, অঞ্জু ঘোষদের মতো চলচ্চিত্র অভিনেত্রীদের প্রতি সেখানকার নির্মাতাদের আগ্রহ ছিল। বর্তমানে তুলনামূলকভাবে এগিয়ে আছেন টেলিভিশন অভিনেত্রীরা। জয়া আহসান, সোহানা সাবা ও কুসুম শিকদারের মতো জনপ্রিয় টিভি অভিনেত্রীরা সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার বিভিন্ন চলচ্চিত্রে। অবশ্য এ অভিনেত্রীরা এ দেশের চলচ্চিত্রে ইতোমধ্যে তাদের মেধার পরিচয় দিয়েছেন।

বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে মাহিয়া মাহি সম্প্রতি অভিনয় করেছেন যৌথ প্রযোজনায় নির্মিত ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রে। যৌথ প্রযোজনার আরও কয়েকটি সিনেমায় অভিনয় শুরু করতে যাচ্ছেন এ অভিনেত্রী। চলতি মাসেই শুরু হবে দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘অগ্নি-২’ চলচ্চিত্রের দৃশ্যধারণ। এর আগে মাহি প্রযোজনার ঘোষণা দেন। তখন জানান, তার প্রথম প্রযোজিত সিনেমা ‘নিয়তি’ও হবে যৌথ প্রযোজনার।

এ ছাড়া গত কয়েকবছরে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলরুবা ইয়াসমিন রুহি, নিপুণ ও সিমলা। এর মধ্যে রুহি অভিনীত ‘গ্ল্যামার’ মুক্তি পেয়েছে ফেব্রুয়ারিতে। মুক্তির অপেক্ষায় আছে নিপুণের ‘পরিচয়’ ও সিমলার ‘সমাধি’।

বাংলাদেশী অভিনেত্রীদের মধ্যে কলকাতায় এগিয়ে আছেন জয়া আহসান। অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’ চলচ্চিত্রের মাধ্যমে তার টালিউড অভিষেক হয়। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য কলকাতার শৈলজানন্দ পুরস্কার অর্জন করেছেন জয়া। পেয়েছিলেন সেরা নবাগত বিভাগে ফিল্মফেয়ার মনোনয়ন। নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘রাজকাহানী’র শুটিং শেষ করেছেন সম্প্রতি। চুক্তিবদ্ধ হয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘কন্ঠ’ চলচ্চিত্রে।

এ দিকে বরেণ্য নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ এর নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কুসুম শিকদার। দুই বাংলার যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এ চলচ্চিত্রে তার বিপরীতে থাকছেন প্রসেনজিৎ। অন্যদিকে অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সোহানা সাবা। সিনেমা দুটির চিত্রায়ন শুরু হয়েছে চলতি মাসে।

দীর্ঘ সময় কলকাতায় বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসে আধিপত্য থাকলেও সাম্প্রতিক চলচ্চিত্রে খুব একটা দেখা যাচ্ছে না তাকে। বাংলাদেশের আরিফিন শুভ, শাকিব খানসহ কয়েকজন অভিনেতাকে নিয়েও কলকাতার নির্মাতাদের আগ্রহ রয়েছে। তাদের সঙ্গে কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই