কর্মসূচি দিয়ে বিএনপি ঘরে বসে থাকে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকে। তাদের বড় বড় নেতারা মাঠে নামেন না।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দলে অনুপ্রবেশ বিচ্ছিন্ন ঘটনা, এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ১১ জানুয়ারির পর থেকে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘বিএনপি কর্মসূচি দিয়ে ঘরে বসে থাকে। তাদের বড় বড় নেতারা মাঠে নামেন না। যেমন মঈন খান ঘরে বসে বড় বড় কথা বলেন। তিনি কোনো দিন রাজপথে নেমেছেন?’

বিএনপি এখন নালিশ পার্টিকে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি।

আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও রাজপথে থাকে। বিরোধী দলে থাকলেও রাজপথে থাকে।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই