কম দামে থ্রিজি ফোন

বাজারে হরেক রকমের স্মার্টফোন আছে। আবার দামেরও আছে ভিন্নতা দেখা যায়। তাই বাজেটের সঙ্গে সমন্বয় করে কোনটা কিনবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। যারা সাশ্রয়ী দামে স্মার্টফোন কিনতে চান তাদের জন্য নতুন ফোন আনলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকুয়া। ফোনটির মডেল অ্যাকুয়া থ্রিজি ৫১২। এই ফোনটির দাম হাতের নাগালেই।

অ্যাকুয়া থ্রিজি ৫১২ নামের এই ফোনটির ডিসপ্লে ৪ ইঞ্চির আইপিএস। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮০০ পিক্সেল। ফোনটি অ্যানড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটিতে আছে ১.২ গিগাহার্টজের মিডিয়াটেকের ডুয়েল কোর প্রসেসর, ৫১২ এমবি র‌্যাম। বিল্টইন মেমোরি ৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

এটির রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। সেলফি ক্যামেরা ০.৩ মেগাপিক্সেলের।

ফোনটির ব্যাটারি ২১০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

সাশ্রয়ী দামের এই ফোনটি থ্রিজি, ব্লুটুথ,ওয়াইফাই, মাইক্রোইউএসবি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।

ভারতের বাজারে ফোনটির দাম ২ হাজার ৯৪৯ রুপি। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩ হাজার ৪৬৬ টাকা।



মন্তব্য চালু নেই