কমেডি কিংয়ের ওপর ক্ষুব্ধ বলিউড বাদশা শাহরুখ

মাস খানেক আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কমেডি কিং কপিল শর্মার মনোমালিন্যের খবর পাওয়া গিয়েছিল। এবার নাকি কমেডি কিং এর ওপর ক্ষুব্ধ বলিউড বাদশা শাহরুখ খানও।

জানা গেছে, কপিল শর্মা নাকি শাহরুখের নতুন ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’ রিয়েলিটি শোয়ে শাহরুখের আমন্ত্রণে সাড়া দেননি। তারপর থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, শাহরুখ কপিলের ওপর মারাত্মক বিরক্ত।

আর এই খবর ছড়িয়ে পড়তেই কপিল শর্মা তার দিক থেকে শাহরুখের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার সবধরনের চেষ্টাই করছেন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে তিনি একাধিক টুইটও করেছেন। একটি টুইটে কপিল লিখেছেন, তিনি বুঝতেই পারছেন না কীভাবে এই ধরনের ভিত্তিহীন খবর চারিদিকে চাউর হয়ে গেছে।

কপিলের দাবি, তিনি কখনোই শাহরুখ ভাইকে না করতে পারেন না। তবে কপিলের তরফে একাধিক টুইট থাকলেও, বাদশা কিন্তু তাকে কোনো উত্তরই দেননি।

এদিকে, মিকা সিং, যারও শাহরুখের শোয়ে অংশ নেওয়ার কথা ছিল, তিনি কিন্তু কপিলের পরে শাহরুখকে টুইট করেন এবং ব্যস্ততার কারণে শোয়ে অংশ নিতে না পারার জন্যে দুঃখ প্রকাশও করেন। তাকে শাহরুখ উত্তরে জানিয়েছে, পরে কোনো এক সময় সুযোগ থাকলে, তারা একসঙ্গে নিশ্চয়ই কাজ করবেন।

index

অন্যদিকে, কপিলকে টুইটের কোনো উত্তর না দিয়ে তাকে কিন্তু সম্পূর্ণ এড়িয়ে গেছেন বাদশা।



মন্তব্য চালু নেই