কমলাপুরে প্রিজাইডিং অফিসারকে মারধর, ভোটগ্রহণ স্থগিত
ঢাকা দক্ষিণ সিটির ৮নং ওয়ার্ডের কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে সাঈদ খোকনের সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের মেরে কেন্দ্র থেকে বের করে দেয়।
এ সময় তারা পাঁচটি ব্যালট বাক্স ছিনতাই করে। পরে তিনটি ব্যালট বাক্স খুঁজে পাওয়া গেলেও বাকি দুটি পাওয়া যায়নি। ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয়।
এই ঘটনায় তিনজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পরপরই ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।
মন্তব্য চালু নেই