কমলগঞ্জে তিন সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার
আসহাবুর ইসলাম শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে: মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামে বাড়ির পশ্চিমে পুকুর পাড়ের আমগাছের ডালের সাথে মজনু মিয়া (৪০) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার দক্ষিন বালিগাঁও গ্রামের মদরিছ আলীর ছেলে তিন সন্তানের জনক মজনু মিয়া রোববার রাতের কোন এক সময় নিজ বাড়ির পশ্চিম দিকের পুকুরের পাড়ের আম গাছে রশি দিয়ে গলায় ফাসঁ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সোমবার ভোর ৫টায় বাড়ির লোকজন ঝুলন্ত লাশ দেখে কমলগঞ্জ থানায় খবর দিলে থানার এস আই মোঃ ফরিদ সকাল ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাড়ির লোকজন জানান মজনু মিয়া একজন মানসিক রোগী। রোববার গভীর রাতে কোন এক সময় বাড়ির পশ্চিম পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মদরিছ আলীর ছেলে তিন সন্তানের জনক মজনু মিয়া (৪০)
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান বলেন, প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত করার পর বিষয়টি জানা যাবে।
মন্তব্য চালু নেই