কবুতরকে বাঁচাতে সিপিআর!

প্রাথমিক চিকিৎসার অংশ হিসাবে সিপিআর সম্পর্কে অনেকেই জানেন। পানিতে ডুবে বা শ্বাস আটকে কারো জীবন বিপন্ন হলে রোগীর মুখে মুখ রেখে ফুসফুসে বাতাস দেওয়া এবং পাঁজরে হাত রেখে হৃদযন্ত্রের ওপর চাপ প্রয়োগ করার পদ্ধতিকেই সিপিআর বলে। জরুরি ভিত্তিতে এ পদ্ধতি মানুষের জীবন বাঁচায়। এবার এক কবুতরকে বাঁচাতে তাকে সিপিআর দিলেন এক নারী।

ভিডিও-তে এ কাজটি করতে দেখা গেছে অজ্ঞাতনামা ওই নারীকে। কবুতরের মুখে মুখ রেখে ফুঁ দেওয়ার বিষয়টি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

১৬ সেকেন্ডের ভিডিও-তে দেখা গেছে, কালো চুলের ওই নারী প্রাণহীন কবুতরটিকে হাতে ধরে রেখেছেন। পাখিটির ছোট্ট ঠোঁটে মুখ ঠেকিয়ে ফুঁ দিচ্ছেন। সেই সঙ্গে তার বুকে হালকা চাপ প্রয়োগ করছেন। কিন্তু ভিডিও-র শেষ পর্যন্ত দেখা যায়, কবুতরটির মাঝে কোনো প্রাণের সাড়া নেই।

শেষ পর্যন্ত অবশ্য জানা যায়নি, ওই কবুতরটি সিপিআর এর মাধ্যমে বেঁচে গিয়েছিল কিনা। সূত্র: এমিরেটস



মন্তব্য চালু নেই