কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
মোঃ ওয়াহিদুল ইসলাম: আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৭ সফল করার লক্ষ্যে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সমাবেশ।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদ সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম জনি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদ, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ ইফাজ সামিহ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ইউনিটের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
মন্তব্য চালু নেই