কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ মুক্ত দিবস উদ্যাপিত
ময়মনসিংহ মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ১০ ডিসেম্বর ২০১৫ তারিখ বৃহস্পতিবার বেলা ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের দায়িত্বরত মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত র্যালিতে বিশ্ববিদ্যালয়র বিভিন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মূল্যবান বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের দায়িত্বরত মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।
এছাড়াও আগামী ১৪ ডিসম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপনের বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই