কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪-২৮ নভেম্বর

মোঃ ওয়াহিদুল ইসলাম : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর ২০১৬ তারিখ বৃহস্পতিবার হতে ২৮ নভেম্বর ২০১৬ তারিখ সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর হতে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। গত ১লা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম-এর সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ২৪ নভেম্বর ক ইউনিট, ২৫ নভেম্বর খ ইউনিট , ২৬ নভেম্বর গ ইউনিট , ২৭ নভেম্বর ঘ ইউনিট এবং ২৮ নভেম্বর ঙ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে আবেদন করতে ৬০০/=(ছয়শত) টাকা প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)- এ প্রদান করা হবে।



মন্তব্য চালু নেই