কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সবুজ শোভাযাত্রা
মোঃ ওয়াহিদুল ইসলামঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ১ জুন (বুধবার) বেলা সাড়ে এগারটায় গ্রীণ ক্যাম্পাসের উদ্যোগে এক সবুজ শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ট্রেজারার এ.এম.এম শামসুর রহমানের নেতৃত্বে চুরুলিয়া মঞ্চ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে চুরুলিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সে সময় উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.আমিনুল ইসলাম, চারুকলা বিভাগের শিক্ষক ,তপন কুমার সরকার, মাসুম হাওলাদার, দ্রাবিড় সৈকত, মনজুর এলাহি, লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জী, ইসিই বিভাগের শিক্ষক মাইন উদ্দিন সহ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় সবাই কে সাত দফা দাবি পাঠ করে শোনানো হয় ।
শেষে উপাচার্য দপ্তরে সাত দফাদাবিতে স্বারকলিপি প্রদান করেন গ্রীণ ক্যাম্পাসের সদস্যরা। পরে উপাচার্য মহোদয়ের বাস ভবনের সামনে বৃক্ষরোপন করেন ট্রেজারার, রেজিস্ট্রার সহ গ্রীণ ক্যাম্পাসের সদস্যর।
মন্তব্য চালু নেই