কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে পশ্চিম মালিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মো. সুমন ওই গ্রামের ছাদু মিয়ার ছেলে। সে পেশায় একজন রাজমেস্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে মালিপাড়া গ্রামের একটি নির্মানাধীন মসজিদের কাজ করছিলেন সুমন। এসময় মসজিদের দেয়ালে মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবসত মোটরের তারে সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন সুমন। পরে স্থানীয় লোকজন সুমনকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই