কবর থেকে চুরি গেল শেক্সপিয়ারের মাথা!

কবর থেকে উধাও হয়ে গেল শেক্সপিয়ারের মাথা! সম্ভবত চুরি করা হয়েছিল। এক সমীক্ষায় উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, শেক্সপিয়ারের কবর এলোমেলো অবস্থায় পাওয়া যাওয়ায় প্রত্নতাত্ত্বিকেরা একটা সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষা থেকেই তাঁরা জানতে পারেন যে, বহু বছর আগে শেক্সপিয়ারের কবর থেকে চুরি করা হয়েছিল তাঁর মাথা। তবে কী কারণে এই চুরি হয়েছিল, তা এখনও জানতে পারেননি তাঁরা।

প্রসঙ্গে স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক মিস্টার কোলস জানিয়েছেন, শেক্সপিয়ারের কবরে আমরা অদ্ভূত কিছু সমস্যা লক্ষ করি। দেখা যায় কবরে পুরো শরীরের কঙ্কালটা রয়েছে, কিন্তু মাথাটা নেই। এর পরই তাঁরা তদন্ত করতে শুরু করেন।

এবং জানা যায়, শেক্সপিয়ারের কবর থেকে তাঁর মাথাটা চুরিই হয়েছিল। শেক্সপিয়ারের কবর সম্পর্কিত তথ্য নিয়ে গবেষণা করার প্রথম প্রত্নতাত্ত্বিক হিসেবে তাঁরা খুবই গর্ববোধ করেন।



মন্তব্য চালু নেই