কবরে ঢুকে সমস্যার সমাধান! অবশেষে ভন্ড ফকির আটক
কবরে ঢুকে কথিত জ্বিন ডেকে বিভিন্ন সমস্যার সমাধানের নামে গ্রামের মানুষের সাথে প্রতারণা করার সময় কবর থেকে ইদ্রিস সিকদার নামের এক ভণ্ড ফকিরকে তার সহযোগীসহ আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় জেলার উজিরপুর উপজেলা সদরের পরমানন্দসাহা গ্রামে। আটককৃতরা হলো ভন্ড ফকির ওই গ্রামের মৃত লাল মিয়া খানের পুত্র সিদ্দিক খান (৩৫) ও তার সহদর সহযোগী ইদ্রিস খান (২৫)।
সোমবার আটককৃতদের আদালতের প্রেরণ করা হবে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সিদ্দিক খান দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগ নিরাময় ও নারী-পুরষের যেকোন সমস্যার সমাধান দিয়ে থাকেন বলে তার সহযোগীরা এলাকায় প্রচার করে।
এছাড়া চট্টগ্রামে তার অনেক ভক্ত রয়েছে বলেও প্রচার করে গ্রামের সহজ সরল ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সূত্রে আরো জানা গেছে, পূর্ব প্রস্তুতি হিসেবে ভণ্ড ফকির সিদ্দিক খান রবিবার তার বসত বাড়ির আঙ্গিনায় একটি কবর খোঁড়েন।
এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে উপস্থিত হয়। বিভিন্ন প্রস্তুতি সম্পন্নের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ভণ্ড ফকির সিদ্দিক খান খালি গায়ে সাদা লুঙ্গি পরিধান করে কবরের ভিতর শুয়ে পরেন।
পরবর্তীতে তার সহদর ভাই ইদ্রিস খান, সহযোগী সুজনসহ অন্যান্যরা কবরের ওপর বাঁশের চালা দিয়ে মাটি চাঁপা দেয়। আগে থেকেই প্রচার করা হয়, কবরে ঢুকলে সিদ্দিক ফকিরের শরীরে জ্বিন ভর করবে এবং ভক্তদের যাবতীয় সকল সমস্যার সমাধান দিবে। এর আগেও বেশ কয়েকবার সে কবরের মধ্যে ঢুকে এভাবে ৩/৪ ঘন্টা সময় কাটিয়েছেন এবং প্রশ্নের উত্তরে ভক্তরা সফলতা পেয়েছেন বলেও তার সহযোগীরা প্রচার করে। দীর্ঘ দু’ঘন্টা পর্যন্ত ভণ্ড ফকিরের সহযোগী সুজন ও ইদ্রিস খান কবরের ওপর কান পেতে থাকে। এরপর রাত সাড়ে সাতটার দিকে কবরে জ্বীন হাজির হওয়ার কথা বলে ভণ্ড ফকিরের সহযোগীরা আগত ভক্তবৃন্দদের কবরে মাথা রেখে কানপেতে যার যার সমস্যা ও সমাধানের জন্য প্রশ্ন করতে বলেন। ১৫ মিনিট পর্যন্ত ভক্তরা কবরের ওপর মাথা রেখে কান পেতে প্রশ্ন করেন এবং উত্তর শুনতে থাকেন।
এরইমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন উজিরপুর মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম। তিনি ভণ্ড ফকির সিদ্দিক খানকে কবর থেকে উঠিয়ে ও ঘটনাস্থল থেকে তার সহযোগী ইদ্রিস খানকে আটক করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি বলেন, গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে প্রতারক চক্রটি নানা কৌশল অবলম্বন করে। ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর আটককৃত ভণ্ড ফকির ও তার সহযোগীকে আজ সোমবার আদালতে সোর্পদ করা হবে।
মন্তব্য চালু নেই