কপিল-ক্যালিস-আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের সাকিব

নতুন কীর্তি সাকিবের। কপিল-ক্যালিস-আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলকে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসেই পা দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। এবার বল হাতে তিন উইকেট নিয়ে হেগলি ওভালে ৪৫০ তম আন্তর্জাতিক উইকেটের দেখা পেলেন তিনি।

এর আগে মাত্র তিনজন অলরাউন্ডার এই কীর্তি গড়তে পেরেছেন। তারা হলেন ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন ৯,০১৪ রান ও ৪৫১ টি উইকেট।



মন্তব্য চালু নেই