কপাল পুড়ছে আইসিসির সহযোগী দেশগুলোর

২০১৯ বিশ্বকাপে দশ দল নিয়ে খেলার কথা আইসিসি অনেক আগেই জানিয়েছিল। শুক্রবার বাবার্ডোজে আইসিসির বোর্ডসভায় দশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সবুজ সংকেত পেয়েছে।

২০১১ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ১৪ দল নিয়ে আয়োজন করেছিল আইসিসি। টেস্ট খেলুড়ে দশ দলের সঙ্গে আইসিসির চার সহযোগী দল চার বছর পরপর বিশ্বকাপে অংশ নিয়ে আসছিল। কিন্তু নতুন প্রস্তাবে বিশ্বকাপ আয়োজনে কপাল পুড়বে সহযোগী দলগুলোর!

তবে কিছুটা আশার আলো দেখাচ্ছে আইসিসি। ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আট দল বিশ্বকাপে সরাসরি অংশ নিবে। এ ছাড়া শেষ দুই দল চার সহযোগী দলের সঙ্গে খেলে কোয়ালিফাই করে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

এক্ষেত্রে সহযোগী দলগুলো কোয়ালিফাইংয়ে ভালো করতে পারলে মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। র‌্যাংকিংয়ের নয় ও দশ নম্বর দল এবং সহযোগী চার দলের কোয়ালিফাইং টুর্নামেন্ট হবে বাংলাদেশে।

উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দশ দেশের সঙ্গে অংশ নিয়েছিল কানাডা, কেনিয়া, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। চার বছর পর ২০১৫ বিশ্বকাপে অংশ নিয়েছিল স্কটল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।



মন্তব্য চালু নেই