কন্যা সন্তানের বাবা শহীদ কাপুর

গত বছর মীরা রাজপুতের সঙ্গে বিয়ের পর্ব সারেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। বছর ঘুরতেই তাদের ঘর আলো করে জন্ম নিল এই দম্পতির প্রথম সন্তান। গতকাল শুক্রবার রাতে কন্যা সন্তান জন্ম দিলেন মীরা। মেয়ের জন্মের কিছুক্ষণের মধ্যেই টুইট করে তার আগমনবার্তা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানান শহীদ।

এ বছর এপ্রিলে অভিনেতা ঘোষণা করেছিলেন তিনি বাবা হতে চলেছেন। সেপ্টেম্বর নাগাদ তাদের সন্তান হওয়ার কথা ছিল। সন্তানের জন্মের আগে থেকেই সন্তান আসার খুশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি আপলোড করতেন শহীদ। আর বাবা হওয়ার পরও শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটারে মেয়ের জন্মের সংবাদ দিয়ে তিনি লিখেছেন, ‘সে এসেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। শুভকামনার জন্য প্রত্যেককে ধন্যবাদ।’

শহীদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মীরা এবং কন্যা দুজনই সুস্থ আছেন। হাসপাতালে কয়েক দিনের মধ্যেই মেয়েকে নিয়ে শহীদ-মীরা বাড়ি ফিরতে পারবেন।

এদিকে কাপুর পরিবারে নতুন অতিথি আসায় শহীদ ও মীরাকে অভিনন্দন জানিয়েছে পুরো বলিউড। সবাই টুইট করে পৃথিবীতে স্বাগত জানাচ্ছে কাপুর বাড়ির এই নতুন সদস্যকে। সুখবরটি প্রকাশ হওয়ার পর রীতেশ দেশমুখ টুইটারে জানিয়েছেন, ‘এক পরীর জন্ম দেওয়ার জন্য শহীদ ও মীরাকে শুভেচ্ছা। আমাদের ক্লাবে স্বাগত। ছোট্টটার জন্য ভালবাসা ও আশীর্বাদ রইল।’

জেনিলিয়া টুইট করেছেন, ‘অভিনন্দন শহীদ ও মীরা। এটা পৃথিবীর সেরা অনুভূতি। আমি জানি তোমরা বুঝে গেছ, এটা কেমন।’ করণ জোহর লিখেছেন, ‘অনেক অভিনন্দন শহীদ ও মীরা। কন্যাসন্তানের থেকে মূল্যবান আর কিছু হয় না। অনেক ভালোবাসা।’

এছাড়া জ্যাকলিন ফার্নান্ডেজ, মণীশ পলের মতো অনেক বলিউড তারকা শহীদ কাপুর ও মীরা রাজপুতকে শুভেচ্ছা জানিয়েছেন।



মন্তব্য চালু নেই