কন্ডোমের পোশাকে ফ্যাশন শো-স্টপার মুগ্ধা গডসে
পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৪ খেতাব জয়ী মডেল-অভিনেত্রী মুগ্ধা গডসে এবার কন্ডোম দিয়ে তৈরি পোশার পরে ফ্যাশন শো-তে অংশ নিলেন। মারণ-ব্যাধি এইডস ও কন্ডোম সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই এই ফ্যাশন শো-র আয়োজন করা হয়। আর এতেই কন্ডোম দিয়ে তৈরি পোশাক পরে শো-স্টপার হলেন প্রকাশ ঝা-র সত্যাগ্রহ ছবির অতিথি শিল্পী মুগ্ধা। গতকাল মুম্বইয়ে দেশের প্রথম কন্ডোম ফ্যাশন শো অনুষ্ঠিত হল। এতে মুম্বইয়ের ১১ টি ফ্যাশন ইনস্টিটিউটের ৭৮ জন পড়ুয়ার কন্ডোম দিয়ে তৈরি পোশাক পরে র্যাম্পে হাঁটলেন মডেলরা।
এই শো-তে অংশ নেওয়ার ব্যাপারে মুগ্ধা আগেই জানিয়েছিলেন, ফ্যাশন ইন্সস্টিটিউটের পড়ুয়ারা তাঁকে শো স্টপার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কারণ, তাদের এমন একজন সেলিব্রিটির প্রয়োজন ছিল যিনি মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। এই কারণেই তিনি শো-স্টপার হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান মুগ্ধা। পড়ুয়াদের তৈরি পোশাক দেখে তো মুগ্ধা আগেই মুগ্ধ হয়েছিলেন। এ ব্যাপারে তিনি বলেছিলেন, পোশাকগুলি দেখলে মনেই হবে না যে, সেগুলি তৈরি করতে কন্ডোম ব্যবহার করা হয়েছে।
মন্তব্য চালু নেই