কনসার্ট করতে গিয়ে এ কী হলো সেলেনা গোমেজের সঙ্গে!

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। সেলেনা গোমেজের লাইভ কনসার্ট। পপ তারকা সেলেনাকে লাইভ শুনতে উপচে পড়েছে ভিড়। এর মধ্যেই এক ফ্যানের অভব্য আচরণে বিরক্ত এবং কিছুটা অবাকই হয়েছেন পপ তারকা সেলেনা গোমেজ। অভিযোগ ওই অপরিচিত ফ্যান তার শ্লীলতাহানি করেছেন। অস্ট্রেলিয়ার এক দৈনিকে এই খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে যায় অস্ট্রেলিয়ায়। তড়িঘড়ি তদন্তও শুরু করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তবে অভিযুক্ত টিনেজ কে ছিলেন তাকে এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

সেলেনা গোমেজের কনসার্ট আয়োজন করেছিল যে সংস্থা, সেই আয়োজক সংস্থার বক্তব্য অনুযায়ী সেলেনা গোমেজের শ্লীলতাহানিতে অভিযুক্ত ফ্যান একজন মেয়ে। কনসার্ট করতে এসে শ্লীলতাহানির শিকার হতে হবে সেলেনা গোমেজকে তা কল্পনাও করতে পারেনি কনসার্ট সংস্থা। সেলেনার পক্ষ থেকে অবশ্য এবিষয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই