কণ্ঠশিল্পী ন্যানসির কন্যা মারা গেছে
গত ৪ মে তৃতীয়বারের কন্যা সন্তানের মা হন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নতুন অতিথিকে পেয়ে আনন্দে দিন কাটছিল ন্যানসি-জায়েদ দম্পতির। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে ন্যানসির এই তৃতীয় কন্যাসন্তান আলিনা জাফরিন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ন্যানসির সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, “‘জন্মের পর থেকেই ও অসুস্থ ছিল। নানান ধরণের শারীরিক জটিলতা দেখা দেয় যার জন্য ওকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু এতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুটি অস্ত্রোপচার করা হয়। ”
জানা যায় মংমনসিংহে চির নিদ্রায় শায়িত করা হবে আদরের এই কণ্যাকে।
মন্তব্য চালু নেই