কণ্ঠশিল্পী তৌসিফের হাতে ১১ নাটক

বাংলাদেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীকে নাম লেখাতে দেখা গেছে অভিনয়ের জগতে। এবার সে তালিকায় নিজের নাম যোগ করলেন কণ্ঠশিল্পী তৌসিফ। ইতিমধ্যে তিনি ‘ডার্ক নাইট উইন্ডচাইমস’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া এবং স্পর্শীয়া। বিদেশি গল্প অবলম্বনে এই নাটকটি পরিচালনা করেছেন তারেক হাসান।
গত বুধ থেকে শুক্রবার নাটকটির শুটিং হয়েছে রাজধানীর হাতিরঝিল ও গুলশানে। এই নাটকে অভিনয়ের পর থেকে এ পর্যন্ত আরও ১১টি নাটকের কাজ হাতে জমেছে বলে জানান তৌসিফ।
তিনি বলেন, ‘এই নাটকে অভিনয় করছি এটা জানতে পেরে অনেকেই আমার সাথে যোগাযোগ করেন। গুনে দেখলাম হাতে এখন ১১ টি নাটকে অভিনয়ের প্রস্তাব আছে। কয়েকটি নাটকের স্ক্রিপ্টও পছন্দ হয়েছে। তবে কি করবো তা এখনও ভেবে দেখিনি।‘
মন্তব্য চালু নেই