কঙ্গনার বিষয়ে মুখ খুললেন হৃত্বিক
হৃত্বিক রোশন ও কঙ্গনা রনৌতের মধ্যকার আইনি লড়াইকে এখন অতীত বলা যায়। তবে নতুন করে আবারো এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে হূত্বিককে। এই বিষয় নিয়ে বরাবর চুপ থাকলেও এবার মুখ খুললেন তিনি।
মাদ্রিদে আইফার ১৭তম আসরের গ্রিন কার্পেটে সাংবাদিকদের হৃত্বিক বলেছেন, আমার পেছনে কোনো কিছু নেই।
সবকিছুই আমার সামনে আছে এবং খুব শিগগিরই এটা আপনাদের সামনেও আসবে।
চলতি বছরের শুরুর দিকে কঙ্গনা এক সাক্ষাৎকারে হৃত্বিক নগণ্য অতীত বলে উল্লেখ করার পর দুইজনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। হৃত্বিক দাবি করেন, কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে। এছাড়া কঙ্গনার সঙ্গে সম্পর্কের বিষয়টিও অস্বীকার করেছেন তিনি। এরপর দুইজন জনকে আইনি নোটিশ পাঠান।
মন্তব্য চালু নেই