কক্সবাজার সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র’র উদ্বোধন
মোঃ আমান উল্লাহ, কক্সবাজার ॥ কক্সবাজার সদর হাসপাতালে পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্র উদ্বোধন হল আজ। সকাল সাড়ে ১০টায় টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আইসিইউ চালু হবার ফলে মৃত্যুর পদযাত্রীদের সাময়িকভাবে মৃত্যু থামাতে সক্ষম হবে কক্সবাজার সদর হাসপাতাল।
কক্সবাজার জেলা সিভিল সার্জেন ডাঃ পুচনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
আইসিইউতে রোগীর সেবা দেওয়ার মত প্রস্তুত হওয়ায় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জেলা সিভিল সার্জেনকে গত এক সপ্তাহ আগে চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।
২৪ মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এই গুরুত্বপূর্ণ ইউনিটের। পুরোদমে চালু হলে মানুষ অধিকতর সেবা পাবে।
এটি কক্সবাজারবাসীর জন্য অত্যন্ত সু-খবর। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ আই.সি.ইউ চালু করার জন্য দাবী জানিয়ে আসছিল। অনেক মৃত্যুর পদযাত্রীকে সুস্থ করার জন্য চেষ্টা করার সুযোগ সৃষ্টি হল।
কক্সবাজার সিভিল সার্জেন ডাঃ পুচনু জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৬ জন রোগীকে রাখার ব্যবস্থা থাকলেও আপাতত দুইজন রোগিকে রাখা সম্ভব হবে। হাসপাতালে জনবল সংকট থাকায় একটু সমস্যা হলেও আমরা তা পুুষিয়ে নেব। (আইসিইউ) নিশ্চিত মৃত্যুর পদযাত্রীদের মৃত্যু সাময়িকভাবে থামাবে। মানুষের জীবন রক্ষার জন্য অন্তত চেষ্টা করা যাবে।
মন্তব্য চালু নেই