কক্সবাজার বাহারছড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৫ জন অগ্নিদগ্ধ, ৬ বাড়ী ভস্মিভূত
কক্সবাজার জেলা প্রশাসকের বাস ভবনের অদূরে পশ্চিম বাহারছড়াস্থ কবরস্থান পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫ জন অগ্নিদগ্ধ ও ৬টি বাড়ী ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে ৮ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৬ফের্রুয়ারী) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম বাহারছড়াস্থ কবরস্থান পাড়ার মোঃ সেলিম নামের এক ব্যক্তির বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিকল হয়। উল্লেখিত সময়ে ওই বাড়ীতে মেকানিক গিয়ে সিলিন্ডারটি মেরামত করার সময় আচমকা বিকট আওয়াজে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহর্তের মধ্যে এ আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোঃ সেলিমের টিনসেড সেমিপাকাবাড়ী ও তাঁর ৫টি সেমিপাকা ভাড়া বাসা আগুনে পুড়ে ভস্মিভূত হয়। বিস্ফোরন ও আগুন নেভাতে গিয়ে বাড়ীর মালিক মো: শফির ছেলে মো: সেলিম (৩৫), আবুল কালামের ছেলে গ্যাস মেকানিক পারভেজ (২০), পপুলার শর্মার ছেলে রিপন শর্মা (২৮), আবুল কাশেমের ছেলে শাহেদ (১৬) ও বিপ্লব দাশের ছেলে বিন্দা দাশ (৫) অগ্নিদগ্ধ হন। এরা সবাই শহরের দক্ষিণ বাহারছড়ার কবরস্থান পাড়ার বাসিন্দা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল মজিদ জানান, ঘটনার খবর পেয়ে আমাদের ও সিভিল ডিফেন্স এর দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন এবং দগ্ধদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। তারা হলেন, মো: সেলিম, পারভেজ ও রিপন শর্মা।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রতন চৌধুরী জানান, অগ্নিদগ্ধ পারভেজের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। বাকিদের প্রায় ৩০ ভাগ পুড়েছে। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া দিলিপ ধর, লায়লা বেগম, মোহাম্মদ শাহজাহান, শাকিলা পারভীন জানান, তাদের বাসা বাড়ীর সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের পর জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
মন্তব্য চালু নেই