কক্সবাজারে ট্রলারডুবি : নিহত ১, নিখোঁজ ২৭

কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার এফভি বন্ধন ডুবে গেছে। এতে এক জেলে মারা গেছেন। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৭ জন।

শুক্রবার ভোর ৪টার দিকে কক্সবাজারের পশ্চিমে ৫০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল ৮টা থেকে নৌ-বাহিনীর জাহাজ সমুদ্র জয় ও কোষ্টগার্ডের জাহাজ তানভীর উদ্ধার অভিযান চালাচ্ছে। দুপুরে নৌ-বাহিনীর অতন্দ্র ও সাগর নামের আরো দুইটি জাহাজ উদ্ধারে অংশ নেয়।

নৌ-বাহিনীর চট্টগ্রাম পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ফজলুল করিম জানান, চট্টগ্রামের বেঙ্গল ফিশারিজ লিমিটেডের মালিকানাধীন এফভি বন্ধন নামের একটি ট্রলারকে বসুন্ধরা-৮ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজ ধাক্কা দেয়। এতে ৩১ মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত এক জেলের লাশ ও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।



মন্তব্য চালু নেই