কক্সবাজারে জামায়াত শিবিরের তান্ডব : জেলা আ‘লীগ সভাপতির কারসহ ৫টি গাড়ি ভাংচুর

কক্সবাজার শহরে জামায়াত শিবিরের মুখোশধারি কর্মীরা ঝটিকা মিছিল পূর্বক জেলা আ’লীগ সভাপরি কারসহ ৫ গাড়ি ভাংচুর করেছে। ১৮ ফেব্রুয়ারি রাত ৮ দিকে শহরের ফজল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে শহর জুড়ে আইশৃঙ্খলা বাহিনীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা যায়, শহরে ফজল মার্কেট এলাকা থেকে লালদিঘির পাড় এলাকায় তান্ডব চালিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহম্মদ হোসেনের প্রাইভেটকারসহ অন্তত ৫টি গাড়ি ভেঙ্গে দ্রুত পালিয়ে যায় মুখোশধালী দূর্বৃত্তরা।
এসময় এবি ব্যাংকের একটি কারও ভাংচুর করা হয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশের টহল দল ঘটনাস্থলে আসে।

এ ঘটনার পর পোর শহর জুড়ে দোকানপাট বন্ধ করে লোকজন দিকবিদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। পরে প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহম্মদ জয়ের নেতৃত্বে একটি মিছিল বের করে শহরে প্রদক্ষিন করে। এবি ব্যাংকের এক কর্মকর্তা জানান, হরতাল সমর্থকদের ঝটিকা মিছিল থেকে তাদের ব্যাংকের গাড়ী ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম জানান, ২০ দলীয় জোটের হরতালের সমর্থনে জামায়াত শিবিরের কর্মীরা চুরাগুপ্ত হামলা চালাতে পারে। জড়িতদের বিরুদ্ধে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই