কক্সবাজারে ঘূর্ণিঝড়ে নিহত ২
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কক্সবাজার জেলায় দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো ১০ জন। হতাহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের জেলা প্রসাশক মোহাম্মদ আলী হোসেন এ তথ্য জানান।
মোহাম্মদ আলী হোসেন জানান, ঘূর্ণিঝড়ে জেলার প্রায় ২০০ ঘর বাড়ি ভেঙে গেছে। জেলার মহেশখালী, কুতুবদীয়া, পেকুয়া, টেকনাফে জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৮ উপজেলার নিম্নাঞ্চল ৫ ফুট জোয়ারে তলিয়ে গেছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি কক্সবাজার-চট্টগ্রাম উপকূল দিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে সিতাকুণ্ডু হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে এগোচ্ছে। বাংলাদেশ উপকূল অতিক্রমের সময় ভারি বৃষ্টিপাত হচ্ছে।
মন্তব্য চালু নেই