কক্সবাজারে ওয়ালটন বীচ ফুটবলের শুভ উদ্বোধন

মোঃ আমান উল্লাহ, কক্সবাজার ॥ কক্সবাজার সমুদ্র সৈকতে তৃতীয় বারের মত শুরু হয়েছে ওয়ালটন বীচ ফুটবল টুর্ণামেন্ট। এ টুর্নামেন্টে আগামী ১৬,১৭,১৮ মে পর্যন্ত চলবে।

১৬ মে সোমবার দুপুরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীচ ফুটবলের তৃতীয় আসরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক রাশেদ হোসাইন নান্নু, সদস্য রতন দাশ, শাহিনুল হক মার্শাল, আমিনুল ইসলাম মুকুল, আলী রেজা তসলিম, খালেদ আজম বিপ্লব প্রমুখ।

৩দিন ব্যাপী অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে জেলার মোট ৮টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী ম্যাচে ইয়ংমেন্স ক্লাব ৩-১ গোলের ব্যবধানে বাঁশকাটা খেলোয়াড় সমিতিকে পরাজিত করে শুভ সূচনা করে।



মন্তব্য চালু নেই