ওয়াসিম আকরামের কাছে গুলিবর্ষণকারীর গোপন চিঠি
চলতি মাসের শুরুর দিকে (৬ আগস্ট) পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরামের ওপর গুলিবর্ষণ করা হয়। করাচিতে তিনি যখন একটি ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পে ট্রেনিং করাতে যাচ্ছিলেন, তখন তার গাড়ির ওপর এই হামলা চালানো হয়।
সেদিন গুলিবর্ষণে আহত হননি ওয়াসিম আকরাম। ঘটনার বর্ণনা দিয়ে ওয়াসিম আকরাম সে সময়ে জানিয়েছিলেন, ‘এক ব্যক্তি পেছন থেকে গাড়ি চালিয়ে এসে তার গাড়ির পেছনে ধাক্কা দেয়। এরপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়।’
কিছুদিন পরই গুলিবর্ষণকারী সন্দেহে আমিরুল রেহমান নামে একজনকে আটক করে করাচি পুলিশ। দোষ স্বীকার করে আমিরুল রেহমান ক্ষমা চেয়ে ওয়াসিম আকরামের কাছে গোপন চিঠি পাঠিয়েছেন। পুরো ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক ও ভুল-বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করেছেন আমিরুল।
নিঃশর্ত ক্ষমা চেয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রাক্তন মেজর আমিরুল রেহমান চিঠিতে লিখেন, ‘প্রথমত হৃদয়বিদারক ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আমি এবং আমার পরিবার আপনার একনিষ্ঠ ভক্ত। আপনি আমাদের জাতীয় বীর, আমাদের গর্ব। আমি কীভাবে আপনার ওপর আক্রমণ করতে পারি? ওটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।’
মন্তব্য চালু নেই