ওয়াশিংটন পোস্টে পরীমনি
দেশের গণ্ডি পেরিয়ে এবার শিরোনাম হলেন বিদেশে। তাও আবার মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের অনলাইন সংস্করণে। বাহ! এই না হলে কী আর পরি।
ওয়াশিংটন পোস্টের ২২ মার্চ অনলাইন সংস্করণে প্রকাশ পেয়েছে এ সময়ের বিউটিকুইন পরীমনির ছবি। ইন সাইট বিভাগে ঢালিউডি চলচ্চিত্রের শুটিংয়ের ১৬টি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলো তুলেছেন সরকার প্রতীক। পরীমনি ছাড়াও অভিনেতা মিজু আহমেদের ছবিও রয়েছে।
প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে- Surreal photos from the alternate universe of Bangladesh’s film industry (যার অর্থ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পরাবাস্তব জগতের ছবি)।
ওয়াশিংটন পোস্টকে সরকার প্রতীক জানায়, বাংলাদেশি ছবির গল্পগুলো সবই প্রায় একইরকম। গল্পগুলো এমন- প্রথমে নায়কের সাথে নায়িকার দেখা হয়, তারপর প্রেম। এরপর নায়িকাকে জিম্মি করে খলনায়ক। আর সেখান থেকে তাকে উদ্ধার করে নায়ক। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করে।
তথ্যসূত্র : ওয়াশিংটন পোস্ট
মন্তব্য চালু নেই