ওয়ার্নারের ১১৯ রানের তাণ্ডবে সিরিজ হারলো নিউজিল্যান্ড
দ্বিতীয় ম্যাচে সফরকারি নিউজিল্যান্ডকে ১১৬ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
সিরিজ জয় নিশ্চিতের এই ম্যাচে শতক হাঁকান অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচটিতেও তিন শতাধিক রান করে ৬৮ রানের জয় পেয়েছিলো স্মিথের দল।
মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে টস হেরে আগে ব্যাট করা অজিরা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩৭৮ রান। দলের পক্ষে ওপেনার ডেভিড ওয়ার্নার ১১৫ বলে ১৪টি চার আর একটি ছক্কায় করেন সর্বোচ্চ ১১৯ রান।
দলপতি স্টিভেন স্মিথ ৭৬ বলে ৬টি চার আর একটি ছক্কায় করেন ৭২ রান। ট্রেভিস হেডের ব্যাট থেকে আসে ৫৭ রান। আর শেষ দিকে মিচেল মার্শ ব্যাটে ঝড় তুলে করেন অপরাজিত ৭৬ রান। তার ৪০ বলের ইনিংসে ছিল দু’টি চার আর সাতটি ছক্কার মার। অ্যারন ফিঞ্চ ১৯ রান এবং ম্যাথু ওয়েড করেন ১১ রান। কিউই বোলার সাউদি ২টি এবং বোল্ট, স্যান্টনার ও গ্রান্ডহোম ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে, ব্যাটিংয়ে নেমে ৪৭.২ ওভারে ২৬২ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ৩৭৯ রানের বিশাল টার্গেটে নেমে কিউই ওপেনার মার্টিন গাপটিল ৩৩ বলে ৪৫ রান করে শুরুটা ভালোই করেন। আরেক ওপেনার টম ল্যাথাম ৪ রান করে বিদায় নেন।
দলপতি কেন উইলিয়ামসন ৮০ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৮১ রান করেন। চার নম্বরে নামা জেমস নিশামের ব্যাট থেকে আসে ৭৪ রান। মিডলঅর্ডারে নিশাম-উইলিয়ামসন ভালো করলেও কলিন মুনরো, গ্রান্ডহোম আর ওয়াটলিংরা দলকে টানতে পারেননি।
অজিদের হয়ে একাই ৪টি উইকেট নেন প্যাট কামিন্স। এছাড়া ২টি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, হ্যাজলউড ও জেমস ফকনার। ম্যাচ সেরা হন শতক হাঁকানো ডেভিড ওয়ার্নার।
মন্তব্য চালু নেই