ওয়ানডেতে জাত চেনালেন আমির
নিষেধাজ্ঞা মুক্ত হয়ে পাকিস্তানের জার্সি গায়ে জড়িয়ে মোহাম্মদ আমিরের দ্বিতীয় জীবন শুরু হয়েছে চলতি মাসে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অতোটা সুবিধা করতে পারেননি তিনি। কিন্তু সোমবার থেকে শুরু হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিজের জাত চিনিয়েছেন।
সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮.১ ওভার বল করার সুযোগ পান আমির। তাতে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। যার ইকোনোমি রেট ছিল ৩.৪২। পাকিস্তানের হয়ে এদিন ছয়জন বল করেন। তার মধ্যে সেরা বোলিং ফিগার ছিল তার।
মোহাম্মদ আমিরের শিকারে পরিণত হয়েছেন টম লাথাম (১১), কোরি অ্যান্ডারসন (১০) ও লুক রনকি (৫)।
মন্তব্য চালু নেই