ওরা কিন্তু পুরুষদেরও উলঙ্গ করবে!: কনক চাঁপা
পয়লা বৈশাখের দানবীয় কুকর্মের নিন্দা জানাই…এই গৎ বাঁধা কথা বলবো না। আমার ভাবনা সমগ্র বাংলাদেশের মানসিক স্বাস্থ্য নিয়ে। যেমন দেশের নীতি নির্ধারক, প্রশাসনের উদাসীনতা এগুলোতেও পুরোদেশের মানসিক দৈন্যতা ও বৈকল্য খোলামেলা ভাবেই ধরা পরে!!!
সবচেয়ে ভয়াবহ বিষয় আমাদের যুব সম্প্রদায় এর কিছু অংশ এ কোনো অশিক্ষা বা পৈচাশিকতা মনে বা দেহে জমা করে বেড়ে উঠছে!!!!!!
পুরো দেশেরই মানসিক স্বাস্থ্য নিয়ে সরকারের নতুন করে ভেবে এর থেকে পরিত্রাণ এর পথ খোঁজা উচিৎ!!! নাহলে ওরা কিন্তু পুরুষদেরও উলঙ্গ করবে!!!!
[লেখাটি কণ্ঠশিল্পী কনক চাঁপার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে।]
মন্তব্য চালু নেই