ওবামা’র উপদেষ্টার আমন্ত্রনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভাবনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা নীনা আহমেদের আমন্ত্রনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অভিনেত্রী ভাবনা। আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত ‘৪র্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
এ অনুষ্ঠানে ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যে অংশ নিবেন বলে জানা যায়।
অভিনয় শিল্পী হিসেবে পরিচিতি হলেও মূলত নৃত্য শিল্পী হিসেবেই ভাবনার যাত্রা শুরু। বুলবুল ললিতকলা একাডেমী থেকে নৃত্যকলায় শাস্ত্রীয় নৃত্যে উচ্চতর প্রশিক্ষণ নেন ভাবনা। নৃত্যশিল্পী হিসেবে অসংখ্যবার মঞ্চে উঠেছেন তিনি।
ভাবনা বলেন, নাচের কারনেই আজকের আমি। ছোটবেলা থেকেই নাচ শিখেছি। নাচের কারণেই শিল্পের প্রতি ভালোবাসা জন্মেছে আমার। অভিনয়ে আসার পেছনেও তাই এর পরোক্ষ ভূমিকা আছে।’
চিত্রাঙ্গদা’য় পারফর্ম করা প্রসঙ্গে ভাবনা বলেন, সেই ছোটবেলা থেকে চিত্রাঙ্গদা’য় পারফর্ম করছি। তবে এবারের অনুষ্ঠানটি ভিন্ন। এবার মূল ভূমিকায় অভিনয় করছি আমি। তাছাড়া, খুব সম্মানিত বোধ করছি এমন গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে ডাক পেয়ে।’
নাচ নিয়ে ভাবনা তার ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘নাচ আমার সবকিছু। সামনেই আমার প্রথম চলচ্চিত্রের কাজ শুরু হবে। এই কাজটা শেষ হলেই আমি ভাবছি নতুন নৃত্যনাট্য করবো। মঞ্চে নাচবো। খুব ভালো কোন অফার না হলে টেলিভিশনে নাচ করার খুব একটা ইচ্ছে নেই।’
ফ্লোরিডার ওয়েস্ট পাল্ম বিচের ‘ব্যাক মিডল স্কুল অব দ্য আর্টস অডিটরিয়াম’এ ‘৪র্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে আজ রাত ২টার কাতার এয়ারলাইনসের বিমানে চড়বেন ভাবনা। আগামী ৭ এপ্রিল দেশে ফিরবেন তিনি।
মন্তব্য চালু নেই