ওদেরও স্বপ্ন আছে : টাইগার তাসকিন
ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে পোশাকের বিকিকিনি। রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতেও চলছে কেনাকাটার ধুম। কিন্তু ক’জনই ভাবেন দেশের অবহেলিত শিশুদের কথা। যারা দু’বেলা পেটভরে খেতে পায় না। তাদের আবার ঈদ! কেউ ভাবুক আর না-ই ভাবুক এ সকল সুবিধাবঞ্চিত আর অবহেলিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
রোববার নিজের ফেসবুক পেজে একটি ছোট্র শিশুর ছবি প্রকাশ করেছেন তাসকিন। ছবিটি যে কারো নজর কাড়বে! ছোট্র শিশুটি ‘ঈদ মোবারক’ লেখা খণ্ডিত একটি শপিং ব্যাগ কাঁধে বয়ে মনের আনন্দে হাঁটছে। তাসকিন এই ছবির মাধ্যমে হয়তো বুঝাতে চেয়েছেন ‘ওদেরও স্বপ্ন আছে।’ সেজন্য ছবিটির ক্যাপশনেও লিখেছেন, ‘ওদের স্বপ্ন দেখা বন্ধ করো না’।
এদিকে আগামী মঙ্গলবার উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করতে যাবেন তাসকিন। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে দুপুর ৩ টায় ঈদবস্ত্র বিতরণ শুরু হবে বলে জানান তিনি। অবহেলিত শিশুদের মুখে হাঁসি ফুটানোর জন্য সবার সহযোগিতাও চেয়েছেন তাসকিন।
মন্তব্য চালু নেই