ওজনে কম দেওয়ায় ময়দা কারখানায় জরিমানা
রাজশাহীর নগরীর বিসিক শিল্প এলাকার একটি ময়দা (আটা) কারখানায় অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব।
বুধবার বিকেলে নগরীর বিসিক শিল্প এলাকার পদ্মা ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
র্যাব-৫ এর মিডিয়া উইং এর এএসপি রেজিনুর রহমান জানান, বিকেলে র্যাব-৫এর এসপি বিমল কৃষ্ণ মল্লিক-এর নেতৃত্বে র্যাবের একটি দল পদ্মা ফ্লাওয়ার মিলে অভিযান চালায়। ওই মিলের ময়দার বস্তায় ওজনে কম দেওয়া হচ্ছিল। মিলের বিভিন্ন বাটখারা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয় র্যাব সদস্যরা।
তিনি আরো জানান, ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায়, ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
মন্তব্য চালু নেই