ঐশ্বর্য রাই বচ্চন সম্পর্কে অজানা নানা তথ্য

শুধু বলিউড নয়, হলিউডেও সকলে এক ডাকে চেনেন অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। শুধু রূপ-সৌন্দর্য দিয়ে নয়, অভিনয় ক্ষমতা দিয়েও দর্শকদের মাত করেছেন তিনি।

কেরিয়ারের প্রথম থেকেই বলিউডের সেরা নায়কদের সঙ্গে কাজ করেছেন ঐশ্বর্য। প্রথমে সালমান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার সংবাদের শিরোনামে আসেন তিনি। পরে অভিষেক বচ্চনকে বিয়ে করার পর্বও ছিল টিনসেল টাউনের সেইসময়ের অন্যতম চর্চার বিষয়।

মাঝে কিছুদিন বিরতি নিয়ে ফের একবার বলিউড মাতাতে ফিরে এসেছেন ঐশ্বর্য। তাই এই দ্বিতীয় ইনিংস কেমন যায় সেটাই এখন দেখার। তবে তার আগে জেনে নিন ঐশ্বর্য সম্পর্কে অজানা নানা তথ্য।

কান সিনেমা উৎসবে বিচারক
প্রথম ভারতীয় হিসাবে কান সিনেমা উৎসবে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে ঐশ্বর্যকে।

হাজারো ওয়েবসাইট
ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করলেই দেখা যাবে, ১৭ হাজারের বেশি ওয়েবসাইট রয়েছে শুধু ঐশ্বর্য রাইয়ের নামে।

অপরা উইনফ্রের শোয়ে অতিথি
প্রথম ভারতীয় হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় টিভি শো অপরাহ উইনফ্রে-র শোয়ে অতিথি হন ঐশ্বর্য।

প্রথম বিজ্ঞাপন
প্রথমবার পেনসিলের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী।

ঘড়ির প্রতি ভালোবাসা
হাতঘড়ির প্রতি দারুণ ভালোবাসা রয়েছে ঐশ্বর্যর। তাঁর কালেকশন চমকে দেওয়ার মতো। তবে তুলনায় গয়নার প্রতি ততটা আকর্ষণ নেই তাঁর।

বার্বি ঐশ্বর্য
২০০৫ সালে ঐশ্বর্যের মতো দেখতে বার্বি ডলের লিমিটেড এডিশন কালেকশন বাজারে আসে।

ঐশ্বর্যর ডাকনাম
ঐশ্বর্য রাই বচ্চনের ডাকনাম বা আদরের নাম গুল্লু।



মন্তব্য চালু নেই