ঐশ্বরিয়ার ১০টি বিরল ছবি, যা আপনি আগে কখনোই দেখেন নি!
ঐশ্বরিয়া রাই বচ্চন লাইম লাইটে প্রথমে আসেন মিস ইনডিয়া রানার আপ হয়ে এবং তারপর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতে রাতারাতি হয়ে পড়েন সুপরিচিত। এ কথা অনেকেই জানেন যে সুন্দরী প্রতিযোগিতা জেতার আগে ঐশ্বরিয়া রাই মডেলিং করতে। কিন্তু কোন ধরণের মডেলিং করতেন, সেটা জানেন কি? এখন যে ঐশ্বরিয়া রাই নিজের মার্জিত স্টাইলের জন্য সুপরিচিত, সেই ঐশ্বরিয়াই এককালে বেশ সস্তা দরের মডেলিংও করেছেন। নিজের সেসব ছবি বা কাজকে ঐশ্বরিয়া এখন আর মনেও করতে চান না, কিন্তু মিডিয়ার চোখ এড়িয়ে সেগুলো যাবে কোথায়?
ঐশ্বরিয়ার সেই “অখ্যাত মডেল” অধ্যায় থেকে আজ হাজির করা হলো ১০টি ছবি। এই ছবিগুলো তখন তোলা, যখন কেউ তাকে চিনত না এবং একটু খ্যাতি অর্জনের জন্য কঠোর পরিস্রম করছিলেন তিনি।
১৯৯৪ সালে সুন্দরী প্রতিযোগিতা জেতেন তিনি, এরপর প্রায় ২০ বছরের লম্বা ক্যারিয়ার পার করেছেন। তবে এই ছবিগুলো হারিয়ে যায়নি সুদীর্ঘ ২০ বছরে। বরং এই ছবিগুলোই আপনাকে জানিয়ে দেবে যে শীর্ষে ওঠার জন্য কত সস্তাদরের কাজও করতে হয় এবং সময়ের সাথে সাথে কীভাবে ঐশ্বরিয়া রাই হয়ে উঠেছেন আরও আরও বেশি পরিণত।
আরো পড়ুন ও দেখুন :
মন্তব্য চালু নেই