ঐশ্বরিয়ার প্রসঙ্গ উঠতেই বেজায় চটলেন সালমান

সম্প্রতি ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রসঙ্গ উঠতেই বন্ধুদের উপর রেগে গেলেন বলিউড তারকা সালমান খান। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। যেখানে অতিথি হয়ে অংশ নিয়েছিলেন সালমান এবং অ্যাশ দুজনেই।

গসিপ ওয়েবসাইট স্পটবয় বলছে, অনুষ্ঠানের ফাঁকে আবার অ্যাশের দেখা হয়ে যায় কি না- এসব বলে সালমানকে খোঁচাচ্ছিলেন বন্ধুরা।

কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি সালমান। প্রত্যক্ষদর্শী একজন জানান, প্রথমে প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, এক পর্যায়ে রীতিমতো রেগে যান।

বলে বসেন, ‘চুপ করো, এখনি এই প্রসঙ্গে কথা বন্ধ করো’।

সালমানের মতো রসিক মানুষ, যিনি জনসম্মুখে নিজের রোমান্স নিয়ে বরাবরই মজা করেন, তার মুখে এ ধরনের কথা শুনে কিছুটা অবাক হন বন্ধুরা।

নিজের প্রেমিকাদের নিয়ে সব সময় কৌতুক করলেও অ্যাশের ব্যাপারে সব সময়ই চুপ থেকেছেন এই তারকা। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’এ অভিনয় করতে গিয়ে অ্যাশের সঙ্গে প্রেম হয় সালমানের। দুই বছর পরে বিচ্ছেদের পথে হাঁটেন দুজন।

এরপর থেকে কখনও সালমান প্রসঙ্গে জনসম্মুখে কথা বলতে শোনা যায়নি অ্যাশকেও।



মন্তব্য চালু নেই