ঐশ্বরিয়ার জায়গায় সানি লিওন
‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘ঢুলি তারো’ গানটিতে সালমান খানের সঙ্গে নেচে ছিলেন ঐশ্বরিয়া রায়। সেই গানটি আবারো নতুন করে চিত্রায়ন হতে যাচ্ছে। যেখানে ঐশ্বরিয়ার বদলে থাকছেন সানি লিওন।
‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে সালমান-ঐশ্বরিয়া জুটির অভিনয় সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। বিশেষ করে ‘ঢুলি তারো’ গানটিতে ঐশ্বরিয়ার নাচ এখনও অনেকের চোখের সামনে ভেসে উঠে। তাই পরিচালক ববি চৌধুরী তার ‘লীলা’ নামের ছবিতে এই গানটি নতুন করে চিত্রায়ন করতে যাচ্ছেন। সেখানে ঐশ্বরিয়ার বদলে থাকছেন ছবিটির নায়িকা সানি লিওন।
এদিকে ‘ঢুলি তারো’ গানটির সঙ্গে নাচার জন্যে বেশ কিছুদিন ধরেই অনুশীলন করছেন সানি। যদিও বলিউডের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে ইতিমধ্যেই গানটির ট্রায়াল শ্যুট করেছেন সানি। এবার দেখার বিষয় ঐশ্বরিয়ার জায়গায় সানি কতটুকু পৌঁছুতে পারেন।
মন্তব্য চালু নেই