এ যেন এক মর্মান্তিক সেলফি! (ভিডিও)

কয়েকজন যুবক সমুদ্রের কোল থেকে ধরে নিয়ে আসলেন ছোট্ট একটি ডলফিন। এরপর এটিকে আকাশে তুলে ধরে চলে যুবকদের উন্মত্ততা।

যেন কোনো খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন, ট্রফি আকাশে তুলে ধরে রীতিমতো চিৎকার ও বুনো উল্লাসে মেতে উঠেছেন; ব্যস্ত হয়ে পড়েছেন সেলফি তোলায়।

কিন্তু এর মাঝে পানি স্বল্পতায় প্রাণ হারিয়েছে ছোট্ট ডলফিন।

dolphin-selfieমর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলের সান্টা টেরেসিটা সৈকতে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেলফি তোলার অত্যাচারে প্রাণ হারিয়েও রেহাই মেলেনি ওই ডলফিনের। সমুদ্র সৈকতের বালিতে পড়ে থাকা মৃত ডলফিনের সঙ্গে ছবি তোলে আরেক দল উন্মত্ত জনতা। সেলফি তুলতে থাকে মৃত ডলফিনের সঙ্গেও।

মৃত ওই ডলফিন লা প্লাটা প্রজাতির। আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের সৈকতে এদের দেখা মেলে। ২০ বছর পর্যন্ত বাঁচে বিলুপ্তপ্রায় এই ডলফিন। পানি ছাড়া বেশিক্ষণ জীবিত থাকতে পারে না লা প্লাটা। বিশ্বে এই প্রজাতির মোট ৩০ হাজার ডলফিন বেঁচে আছে।

https://youtu.be/eBJhZJqgwQw



মন্তব্য চালু নেই