এ বছরেই বিয়ে করছেন সালমান!
তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। বয়সে হাফ সেঞ্চুরি করেছেন সম্প্রতি। প্রায় ২৮ বছরের দীর্ঘ বলিউড কেরিয়ারে তাঁর জীবনে প্রেমের আসা-যাওয়া থেমে থাকেনি। কিন্তু বিয়ে এখনও অধরাই। হ্যাঁ, সালমান খানের কথাই বলছি। কিছু দিন আগেও সাল্লু জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর বিয়ের কোনও সম্ভাবনা নেই। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট এই ধারণাকে একেবারে উল্টে দিয়েছে।
সম্প্রতি বলিউডের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, এ বছরই বিয়ে করছেন সালমান খান। কিছু দিন আগেই তাঁর অনামিকায় আংটি দেখে জোর জল্পনা শুরু হয়েছিল বলিউডে। তা হলে কি সেই জল্পনা সত্যি!
রিপোর্ট বলছে, এ বছরের শেষেই বিয়ে করছেন সালমান। কাকে বিয়ে করছেন তিনি? রিপোর্টের দাবি, বর্তমান বান্ধবী লুলিয়া ভান্তুরকেই নাকি বিয়ে করছেন সাল্লু।
কেন চটজলদি এমন সিদ্ধান্ত বদল করলেন সালমান! এর উত্তরে ওই মিডিয়া রিপোর্ট যা বলছে তা শুনলে হয়তো আরও চমকে যাবেন। লুলিয়ার অনুরোধে নয়, নিজের মা’কে খুশি করতেই নাকি চটজলদি নিজের সিদ্ধান্ত বদল করেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর! এটাই কারণ! যত দিন না সালমান নিজে মুখে এই খবর জানাচ্ছেন তত দিন এ নিয়ে জল্পনা চলতেই থাকবে!
মন্তব্য চালু নেই